সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ওয়াশিংটনে ফোবানা সম্মেলন শুরু হচ্ছে ২৬ নভেম্বর

সাংস্কৃতিক প্রতিবেদক

‘অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’ স্লোগানে আগামী ২৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে যুক্তরাষ্ট্রে সাত তারকা মানের হোটেল গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার ন্যাশনাল হারবারে অনুষ্ঠিত হবে তিন দিনের এই সম্মেলন। এবারের সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনরা অংশ নেবেন। আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. শিবলী রুবায়েত উল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, অনন্যা প্রকাশনীর মনিরুল হক, ডিবিসি নিউজের সিইও মনজুরুল ইসলাম, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, চ্যানেল আই প্রধান ফরিদুর রেজা সাগর প্রমুখ। তিন দিনের এই সম্মেলনে থাকছে ফ্যাশন শো, মিস ফোবানা, ম্যাগাজিন, বিজনেস লাঞ্চ, বইমেলা, মিউজিক আইডল, ড্যান্স আইডল, সেমিনার, ইয়ুথ ফোরাম, ইন্টারফেইথ ডায়ালগসহ চমকপ্রদ ও মনোজ্ঞ বিভিন্ন ইভেন্ট।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবারের সম্মেলনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং ওয়ার্দা রিহ্যাব অংশ নেবেন। সাংস্কৃতিক পর্বে আরও অংশ নিচ্ছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পী সাবিনা ইয়াসমিন, নগরবাউল জেমস, তাহসান খান, হৃদয় খান, শফি মন্ডল, লায়লাসহ জনপ্রিয় শিল্পীরা।

বৃহত্তর ওয়াশিংটন ও উত্তর আমেরিকার একঝাঁক শীর্ষস্থানীয় শিল্পীও এতে অংশ নেবেন। ২৮ নভেম্বর শেষ হবে তিন দিনের এই ফোবানা সম্মেলন।

গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক জাতীয় কমিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, স্বাগতিক কমিটির নিরাপত্তাবিষয়ক সাব-কমিটির চেয়ারপারসন দেওয়ান জমির, সম্মেলনের আন্তর্জাতিক সম্পাদক ও প্রধান সমন্বয়ক কবি রাজু আলীমসহ ফোবানার অন্যান্য নেতৃবৃন্দ। সদস্য সচিব শিব্বীর আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ৩৫তম ফোবানা সম্মেলনের আহ্‌বায়ক জি আই রাসেল।

সর্বশেষ খবর