বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সহিংসতার দুষ্টচক্র ভাঙতে মূল কারণ উদঘাটন জরুরি

জাতিসংঘে রাবাব ফাতিমা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত ৯ নভেম্বর উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, ‘সহিংসতার দুষ্টু চক্র ভাঙতে মূল কারণগুলো খুঁজে বের করা অত্যন্ত জরুরি।’ নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি মেক্সিকো এই বিতর্কের আয়োজন করে যাতে অসমতা, বর্জন ও সংঘাত মোকাবিলায় নিরাপত্তা পরিষদের সম্ভাব্য ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়। এতে সভাপতিত্ব করেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। উন্মুক্ত এ আলোচনায় প্রদত্ত বক্তব্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় সহিংসতার অন্তর্নিহিত কারণগুলো পরিবর্তিত হয়।

তিনি আরও বলেন, টেকসই শান্তির জন্য অংশীজনদের নিয়ে জাতীয়ভাবে পরিচালিত সমাধান কাঠামো বিনির্মাণের জন্য জাতিসংঘের অবশ্যই পূর্ণাঙ্গ পদক্ষেপ থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর