মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল তিন শিশুর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বিয়েবাড়ি থেকে ভোজ খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন শিশু। এতে গুরুতর আহত হয়েছেন আরও চার মাইক্রোবাস যাত্রী। রবিবার রাত সাড়ে ১০টায় সুনামঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়কে পার্কিং করা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় বিয়েফেরত একটি মাইক্রোবাস। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী এক শিশু নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও দুজন। নিহতরা হলো- জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস (৬), প্রণব চন্দের ছেলে লিপু চন্দ (৯) ও কেশব দাসের ছেলে নিলয় দাস (৯)।  স্থানীয়রা জানান, রবিবাত রাতে শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে একটি বিয়ের ভোজ শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন সাত যাত্রী। রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনী এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্কিং করা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠালে পথে আরও দুই শিশুর মৃৃত্যু হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন জানান, রাস্তার পাশে পার্কিং অবস্থায় থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের তিন শিশু নিহত ও ৪ জন আহত হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর