শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মিরপুরে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

মোটরযান পরিদর্শকের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ব্যবহারিক পরীক্ষায় পাস করিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগে মিরপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও মানষী বিশ্বাসের সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম গতকাল মিরপুরের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায়। এ সময় তারা অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট বেশ কিছু নথি সংগ্রহ করে দুদক টিম। এ ছাড়াও অভিযোগ সংক্রান্ত লিখিত পরীক্ষার খাতা সরবরাহের অনুরোধ জানানো হয়।

পরবর্তীতে দুদক টিম অভিযোগকারীর খাতা ও টেবুলেশন শিট যাচাই করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর