শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইসি গঠনে চার প্রস্তাব জাকের পার্টির

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতিকে চার প্রস্তাব দিয়েছে জাকের পার্টি। এগুলো হচ্ছে- অত্যাধুনিক প্রযুক্তি ব্লক চেইন পদ্ধতি সংযোজন এবং ই-ভোটিং, সুনির্দিষ্ট আইন প্রণয়ন, নিবন্ধিত দলগুলোর স্বঘোষিত ও আত্মস্বীকৃত ভোটারদের ডাটাবেজ তৈরি এবং তা প্রকাশের জন্য নির্বাচন কমিশনে জমাদান এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছে। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল চার দফা প্রস্তাবনা উত্থাপন করেন। সংলাপে অংশ নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার, মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদক ফারাহ্ আমীর ফয়সল, দফতর সম্পাদক অ্যাডভোকেট এ এন এম মনিরুজ্জামান ও স্থায়ী কমিটির সদস্য আবু বাকার সিদ্দিক খান। মোস্তফা আমীর ফয়সল বলেন, যেভাবে ভোটকেন্দ্র দখলে হানাহানি, মারামারি, আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটে তা স্থায়ীভাবে বন্ধ হওয়া উচিত। কারণ এ ধারাবাহিকতা নির্বাচন প্রশ্নবিদ্ধ করে। গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত ও বৃহৎ বিপর্যয়ের বীজ বপন হয়। নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে ব্লকচেইন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ই-ভোটিং প্রক্রিয়ায় ঘরে বসে ভোট প্রদানের ব্যবস্থা এখনই নেওয়া উচিত। নইলে, এ ধরনের হানাহানি, মারামারি, দুঃখজনক হত্যাকাণ্ড ঘটতে থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর