শিরোনাম
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

খুলনায় ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, বাড়ছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, বাড়ছে সংক্রমণ

খুলনায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথার মতো উপসর্গ। একই সঙ্গে বিভাগের ১০ জেলায় উচ্চহারে করোনা সংক্রমণও বেড়েছে। ফলে কোনটি করোনা আর কোনটি মৌসুমি উপসর্গ তা বুঝতে পারছেন না অনেকেই।

জানা যায়, এক সপ্তাহ ধরেই নমুনা পরীক্ষার অনুপাতে দৈনিক শনাক্তের গড় হার ৩৩-৩৫ শতাংশে থাকছে। সে হিসাবে বাকি ৬৫-৬৭ শতাংশের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসছে, যাদের বেশির ভাগের কোনো না কোনো উপসর্গ রয়েছে।

গতকাল খুলনা বিভাগে ২২০৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫৯ জন করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৪৫। এর মধ্যে মারা গেছেন চারজন। এদিকে করোনা শনাক্তের বাইরে ১৪৪৪ জন জ্বর, সর্দি-কাশিসহ নানা উপসর্গে আক্রান্ত। খুলনা ডেডিকেটেড হাসপাতালে গত চার দিনে ১০৮ জন উপসর্গ নিয়ে ইয়োলো জোনে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের মুখপাত্র ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, এর মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন মৌসুমি জ্বরসহ আরও কিছু রোগের প্রকোপ থাকলেও যেহেতু করোনাভাইরাসের মহামারি চলছে, তাই উপসর্গ থাকলেই জরুরিভাবে পরীক্ষা করাতে হবে এবং আইসোলেশনে থাকতে হবে।

জানা যায়, শনাক্ত সংখ্যা বিবেচনায় বিভাগে জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩০ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৪৩৬ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ২০৭ জনের শনাক্ত হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ায় ১৩৪ জন, যশোরে ১১৫ জন, বাগেরহাটে ৫৯ জন, সাতক্ষীরায় ৭১ জন, ঝিনাইদহে ৫৮ জন, চুয়াডাঙ্গায় ৩২ জন, নড়াইল ২১ জন, মাগুরায় ৩৫ জন ও মেহেরপুরে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এ জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছে ৮১১ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ জানান, যেহেতু একই সঙ্গে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথাসহ মৌসুমি বিভিন্ন রোগের উপসর্গ ছড়িয়েছে, আবার করোনা সংক্রমণও বাড়ছে, ফলে উপসর্গ হলেই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে ঘরের মধ্যেই আইসোলেশনে থাকতে হবে। এ ছাড়া দ্রুত নমুনা পরীক্ষা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে অন্যথায় করোনা হলে তা’ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর