শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

স্কুলের ছাদ থেকে পড়ে কিশোর বালতিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। সে পরিবারের সঙ্গে মিরপুর-৬ সেকশনের ট-ব্লকের খাদিজা বেগমের বাসায় ভাড়া থাকত। এদিকে, গতকাল সকালে রাজধানীর মালিবাগে বালতির পানিতে পড়ে ফাতেমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত হৃদয়ের বাবা আনোয়ার মিয়া জানান, সকালে বাসার পাশে ইসলামিয়া হাই স্কুলের নির্মাণাধীন ছয় তলা ভবনের ছাদে যায় হৃদয়। অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে যায় সে। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে মৃত ফাতেমার স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার সকালে মালিবাগের গুলবাগের একটি বাসার ভিতর বালতির পানিতে পড়ে যায় শিশু ফাতেমা। পরে তার মা ববি অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শিশুটির বাবা ডালিম সৌদি প্রবাসী। সকালে ফাতেমাকে বাসায় রেখে তার মা ববি পাশের দোকানে গিয়েছিল তার জন্য কেক আনতে। এ সময় শিশুটির নানা বাসায় গিয়ে দেখেন বাথরুমের বালতির পানিতে পড়ে আছে ফাতেমা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর