খুলনার রূপসায় পাওনা ৩০০ টাকা নিয়ে কথা কাটাকাটির ঘটনায় দোকানদারকে শায়েস্তা করতে হামলা করে আসামিরা। তারা দোকানদার লিটন সরদারকে মারধর করতে গেলে বাধা দিতে আসে তার ভাই হৃদয় শেখ (২৪)। এসময় আসামিরা হৃদয় শেখের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
গতকাল খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে গ্রেফতার হওয়া আসামি শফিকুল ইসলাম এসব কথা স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতার হওয়া অপর পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানা পুলিশের উপপরিদর্শক মো. রমজান আলী এ তথ্য জানিয়েছেন। গত ২০ এপ্রিল সন্ধ্যায় হত্যাকান্ডে র এ ঘটনা ঘটে। এতে পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে ও র্যাব সদস্যরা আরও দুজনকে গ্রেফতার করে। জানা যায়, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় বখাটেদের গ্যাং (গ্রুপ) তৈরি হয়েছে। তুচ্ছ ঘটনায়ও তারা অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।