শিরোনাম
সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সূচকের উত্থানে সপ্তাহের প্রথম লেনদেন

নিজস্ব প্রতিবেদক

আগের সপ্তাহে বড় দরপতন হয় শেয়ারবাজারে। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এই উত্থানে ব্যাংক ও বিমা খাতের প্রতিষ্ঠানের ভূমিকা ছিল বেশি। ডিএসইতে দিনের লেনদেন শেষে ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট শেয়ারের দর বেড়েছে। দাম কমেছে ১৪২টির। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে ২৩টির দাম বেড়েছে। দাম কমেছে মাত্র ৭টির। বাকি ৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বিমা খাতের ৫৩টি কোম্পানির মধ্যে ৪৩টির শেয়ার দাম বেড়েছে। দাম কমেছে ৯টির এবং একটির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৮৩ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৫৪ কোটি ৭ লাখ টাকা। লেনদেন বেড়েছে ১৪১ কোটি ৭৭ লাখ টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫২ পয়েন্ট।

বাজারটিতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫১টির দাম বেড়েছে। দাম কমেছে ১০৮টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর