বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে বসছে ১৮ পশুর হাট

ডিএনসিসিতে বাড়তে পারে হাটের সংখ্যা

হাসান ইমন

স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে বসছে ১৮ পশুর হাট

দেশে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গতকালও ১ হাজার ১৩৫ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের এই ঊর্ধ্বমুখিতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অস্থায়ী ১৮টি পশুর হাট বসছে। ইতোমধ্যে ১৫টির ইজারা সম্পূর্ণ হয়েছে। তবে করোনার এই ঊর্ধ্বগতিতে প্রাথমিকভাবে স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দুই সিটি করপোরেশন। এর বাইরে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা এলে সেটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া উত্তরের গাবতলী ও দক্ষিণের সারুলিয়ার স্থায়ী হাটেও কেনাবেচা হবে। এ বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। তবে আমরা আন্তবিভাগীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, স্বাস্থ্যবিধি মেনেই হাট বসানো হবে। ইতোমধ্যে সিটি করপোরেশন থেকে ইজারাদারদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন মাঠে ঢোকার আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা, মাস্ক পরা, বারবার জীবাণুনাশক ব্যবহার করা ইত্যাদি। এসব নিয়ম পালনে ক্রেতা-বিক্রেতা সবার সহযোগিতা প্রয়োজন।’

ডিএসসিসি সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সবগুলোর ইজারা সম্পন্ন করেছে সংস্থাটি। এর মধ্যে মেরাদিয়া বাজার-সংলগ্ন আশপাশের খালি জায়গার হাটটির ইজারা পেয়েছেন আওরঙ্গজেব টিটু। তিনি দর দিয়েছেন ১ কোটি ৯০ লাখ টাকা। দনিয়া কলেজ মাঠ-সংলগ্ন খালি জায়গার ৪ কোটি ৪০ লাখ টাকা দর দিয়ে ইজারা পেয়েছেন গিয়াস উদ্দিন গেসু, ৪ কোটি ৫ লাখ টাকা দিয়ে ধোলাইখাল ট্রাক টার্মিনাল-সংলগ্ন উন্মুক্ত জায়গার ইজারা পেয়েছেন মো. আনোয়ার হোসেন। উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গার ইজারা পেয়েছেন এএসএম এন্টারপ্রাইজের আবদুল লতিফ। তিনি দর দিয়েছেন ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ-সংলগ্ন উন্মুক্ত এলাকার হাটটির ইজারা পেয়েছেন অহিদুর রহমান অয়াকিব। তিনি ৩ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা দর দিয়েছেন। লালবাগের রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গার হাটটি ৫০ লাখ ১০ হাজার টাকায় ইজারা পেয়েছে সোলায়মান সেলিম। শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গার ইজারা পেয়েছেন মাসুক রহমান। তিনি ৬৩ লাখ ৫০ হাজার টাকা ইজারা দিয়েছেন। লিটল ফ্রেন্ডস ক্লাব-সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন বিশ্বরোডের আশপাশের এলাকার হাটটি ৩ কোটি ১৩ লাখ টাকা দিয়ে ইজারা পেয়েছেন খান ট্রেডার্স। পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন আশপাশের খালি হাটটির ইজারা পেয়েছেন মঈন উদ্দিন চীশতি। তিনি ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা দর দিয়েছেন। আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গার হাটটি ৩৫ লাখ টাকায় ইজারা পেয়েছেন মো. নওশের আলী। এদিকে ডিএনসিসিতে বসবে আটটি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে পাঁচটি হাটের ইজারা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখিতায় রয়েছে। এ অবস্থা বিবেচনা করে আমরা স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছি।

এর মধ্যে উত্তরা ১৭ নম্বর সেক্টর বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গার হাট ইজারা পেয়েছেন মো. নুর হোসেন। ভাটারা (সাইদনগর) পশুর হাটের ইজারা পেয়েছেন মো. সুরুজ্জামান। কাওলা শিয়ালডাঙ্গা হাটের ইজারা পেয়েছেন তৌফিকুর রহমান। বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক ই থেকে এইচ পর্যন্ত এলাকার হাটটির ইজারা পেয়েছেন মিজানুর রহমান ধনু এবং মোহাম্মদপুর বসিলার ৪০ ফুট রাস্তা-সংলগ্ন খালি জায়গার হাটের ইজারা পেয়েছে মেসার্স শাহীন ইন্টারন্যাশনাল। সংস্থাটি এখন পর্যন্ত তিনটি হাটের ইজারা চূড়ান্ত করতে পারেনি। হাট তিনটি হলো ৪৩ নম্বর ওয়ার্ডের ৩০০ ফুট সড়ক-সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন-৬-এর খালি জায়গা ও ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচপুরা বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্প। হাটগুলো তৃতীয় দফায় ইজারা দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠ ও মহাখালী টিঅ্যান্ডটি মোড় খেলার মাঠে হাট বসতে পারে। এই দুটি হাট বসানোর জন্য কাউন্সিলররা আবেদন করেছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখিতায় রয়েছে। এ অবস্থা বিবেচনা করে আমরা স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছি। মাস্ক পরাসহ জীবাণুনাশক স্প্রে বাধ্যতামূলক, দূরত্ব বজায় রেখে হাটে পশু কেনাবেচা চলবে।’ তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে পাঁচটি হাটের ইজারা চূড়ান্ত করেছি। আরও তিনটি প্রক্রিয়াধীন রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর