গাজীপুরে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় বন্ধ থাকা ঢাকার সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল রুটে ১১ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্রডগেজ লাইনের মেরামত কাজ গতকাল বিকালে সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় রেলওয়ের পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বগিগুলো রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর গতকাল সকাল সোয়া ৮টা থেকে ওই রুটের মিটার গেজ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে বিকাল ৩টার দিকে ক্ষতিগ্রস্ত ব্রডগেজ লাইনের মেরামত কাজ শেষ হয়। বাংলাদেশ রেলওয়ের ঢাকা ডিভিশনাল ম্যানেজার মো. সফিকুর রহমান জানান, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।