সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে বৃষ্টি হলেই দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সামান্য বৃষ্টি হলেই জমছে পানি। আর তাতে মহাদুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। মহল্লার ভিতরে ছোট রাস্তাগুলোতে জমে থাকে পানি। নগরীর কয়েরদাঁড়া, মধ্য নওদাপাড়া, সিলিন্দা, দাসপুকুর, রায়পাড়া বড়বনগ্রাম, আলীগঞ্জসহ শহরতলির এলাকাগুলোতে গিয়ে কাদাপানিতে মানুষের দুর্ভোগ দেখা গেছে। মধ্যশহরের কলাবাগান, হেতেমখাঁর মতো এলাকায় জলাবদ্ধতা হচ্ছে। বৃষ্টি হলেই বিপদ বাড়ে এসব এলাকার মানুষের।       

রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালের বিপরীত দিকে নতুন আবাসিক এলাকা হচ্ছে। নির্মিত হচ্ছে বসতবাড়িও। কিন্তু রাস্তার কাজ খুব একটা এগোচ্ছে না। ফলে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বড়বনগ্রাম শেখপাড়ায় গিয়ে দেখা গেছে, অল্প একটু পাকা রাস্তা পরেই কাঁচা রাস্তায় কাদাপানিতে মানুষকে চলতে হচ্ছে। এ এলাকাটি পড়েছে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাদাত আলী শাহু বলেন, ‘সব রাস্তার টেন্ডার হয়ে গেছে। প্যাকেজ অনুযায়ী কাজ চলমান।’

১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ‘আগে যারা কাউন্সিলর ছিলেন, তারা সব ড্রেন করেছেন পুকুর-ডোবাকেন্দ্রিক। পুকুর-ডোবাগুলো ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আমরাও শাখা ড্রেন করে সমস্যার সাময়িক সমাধান করছি।’

রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো’ নামে একটি প্রকল্পের আওতায় ২ হাজার ৯৯০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। শহরের ৩০টি ওয়ার্ডেই এ প্রকল্পের কাজ হওয়ার কথা। ২০২০-২১ অর্থবছরে প্রকল্পের কাজ শুরু হয়েছে। শেষ হবে ২০২৩-২৪ অর্থবছরে।

প্রকল্পের পরিচালক ও সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, ‘শহরের সব এলাকায় প্রকল্পের উন্নয়নকাজ চলছে। কাজ শেষ হয়ে গেলে শহরের কোথাও আর কোনো সমস্যা থাকবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর