শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

৪০তম বিসিএস নন-ক্যাডারে শূন্য পদে নিয়োগ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএসে উত্তীর্ণ কিন্তু ক্যাডার পাননি এমন প্রার্থীরা নন-ক্যাডারে শূন্য পদে নিয়োগ দাবিতে মানববন্ধন করেছে। গতকাল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে এ কর্মসূচির আয়োজন করেন তারা। প্রার্থীরা অভিযোগ করেন, নন-ক্যাডারে উত্তীর্ণদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিসিএসে নন-ক্যাডার পদে ৫ হাজারের অধিক শূন্য পদ থাকলেও চলমান বিসিএসে বন্টন করার সিদ্ধান্ত নিয়েছে কর্ম কমিশন। এই সিদ্ধান্ত বাতিল করে ৪০তম বিসিএসে নন-ক্যাডারে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সুপারিশসহ চার দফা দাবি জানান তারা। পরে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে মানববন্ধন স্থগিত করেন আয়োজকরা।  দেশের বিভিন্ন জেলা থেকে আগত চাকরিপ্রার্থীরা এ মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, বর্তমানে সব শূন্য পদ চলমান বিসিএস পরীক্ষার নন ক্যাডারের প্রার্থীদের মধ্যে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ নতুন নিয়মে তাদের অনেকে চাকরি থেকে বঞ্চিত হবেন।

চাকরিপ্রার্থী আবু তাহের শাহ, সোহাগ সিদ্দিকী, নাহিদা ফারহানা, জাকিয়া আনজুসহ অনেকে এ কর্মসূচিতে অংশ নেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর