শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ঐতিহ্য হারাচ্ছে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক

ক্যান্টিন নির্মাণে ক্ষুব্ধ স্থানীয় মানুষ

জবি প্রতিনিধি

পুরান ঢাকার ব্যস্ত মানুষের অন্যতম স্বস্তির স্থান ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক। নানা বয়স ও পেশার মানুষের একটু বিশ্রাম দেয় এই পার্ক। কিন্তু পার্কটির মধ্যখানে নির্মাণ করা হচ্ছে ক্যান্টিন যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছে। কয়েকজন পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ মে ক্যান্টিন নির্মাণ করতে গেলে স্থানীয়রা ভেঙে দেয়। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যানার টানিয়ে কাজ করা হয়। এখন কাজ প্রায় শেষ। এ ছাড়াও এক পথিক বলেন, এখানে খাবারের দোকান নির্মাণ হলে পার্কের পরিবেশ নষ্ট হবে। পার্কের ভিতরে আগুন জ্বলবে। ফলে আস্তে আস্তে গাছপালা মরে যাবে। এক মহিলা পথচারী বলেন, এমনিতেই পার্কে বখাটেরা আড্ডা দেয়। এখানে ক্যান্টিন নির্মাণ হলে বখাটেদের আড্ডা আরও বাড়বে। এ বিষয়ে জানতে স্থানীয় ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেনকে কল দিলে তিনি ফোন কেটে দেন। খুদে বার্তা দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে ৬ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৮৫ দশমিক ৩ কাঠা আয়তনের এই পার্কটি আধুনিকায়ন করে নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর