শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অভিমানে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় অভিমানে বিষপানে নুসরাত জাহান লারা (২০) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। বুধবার রাতে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়।  গতকাল বাড্ডা থানার এসআই সিদ্দিকা সোমা বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি- লারা মোবাইলে আসক্ত ছিলেন। পড়ালেখায় মনোযোগী ছিলেন না। এ জন্য তার মা বকুনি দেওয়ায় অভিমান করে কীটনাশক পান করেন।   লারা পটুয়াখালী সদর উপজেলার হুমায়ুন কবিরের মেয়ে। তিনি মধ্য বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই বোনের মধ্যে লারা ছিলেন বড়। তার বাবা হুমায়ুন কবির প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

হুমায়ুন কবির জানান, রাতে তিনি কর্মস্থল থেকে এসে দেখেন লারা ঘুমিয়ে পড়েছে। তখনো তার বিষপানের বিষয়টি বুঝা যায়নি। পরে তার মুখ দিয়ে অতিরিক্ত লালা বের হওয়া দেখে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার পাকস্থলি পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগেও একবার এমন ঘটনা ঘটিয়েছিল সে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর