শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আইসিসিবিতে ফার্নিচার মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবিতে ফার্নিচার মেলা শুরু

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশি ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ প্রদর্শনী ‘১৭তম জাতীয় ফার্নিচার মেলা’। মেলায় হাতিল, আখতার, নাভানা, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সসহ ৩৪টি প্রতিষ্ঠানের মোট ১৮২টি স্টল রয়েছে। ক্রেতাদের জন্য রয়েছে নগদ অর্থছাড়সহ বিভিন্ন উপহার। পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। গতকাল মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক কে এম আকতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সাংগঠনিক সচিব এ করিম মজুমদার প্রমুখ। ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টারের (ডিটিসি) ব্যবস্থাপনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, এখন আমাদের সময় হয়েছে আন্তর্জাতিক বাজারে অংশ নেওয়ার। সেলিম এইচ রহমান বলেন, করোনার কারণে মেলার ১৭তম আসর দুই বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। মেলার উদ্দেশ্য হলো দেশি ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানো। ১৭তম জাতীয় ফার্নিচার মেলায় মূল মেলার পাশাপাশি উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতযোগিতা। প্রতিযোগিতায় সেরা ছবি আঁকার জন্য প্রথম ১০ জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর