শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন সোমবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগামী সোমবার ১০ অক্টোবর শীতলক্ষ্যা নদীতে নির্মিত ‘নাসিম ওসমান সেতু’ তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে গতকাল ডিসি অফিসের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সভায় সংসদ সদস্য শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে অনেক কাজ চলছে। কাজগুলো হয়ে গেলে ঢাকাকে আমন্ত্রণ জানাব নারায়ণগঞ্জ এসে দেখে যাওয়ার জন্য। তিনি বলেন, দেশে ভালো কাজ করার মানুষ আছে আবার খারাপ কাজ করার লোকও আছে। ভালো কাজে নিবেদিত মানুষের সঙ্গে কারও তুলনা চলে না।

শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জকে গতিশীল করে ফেলছেন এবং নারায়ণগঞ্জের উন্নয়নে কিছু কাজ দিয়েছেন। যেমন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার হচ্ছে। এগুলো হলে চিত্র পাল্টে যাবে। সভায় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তাইন বিল্লাহ জানান, ইতোমধ্যে তৃতীয় শীতলক্ষ্যা সেতু অর্থাৎ নাসিম ওসমান সেতুর নির্মাণকাজ হয়েছে। এটি শুধু বন্দর ও নারায়ণগঞ্জকেই নয়, পদ্মা সেতুর সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগকে সংযুক্ত করবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করবেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর