শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

২৯ প্রতিষ্ঠানের দুর্নীতি আড়াল করতে চায় সরকার : সাকি

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ২৯টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ হিসেবে ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, এর মাধ্যমে উল্লেখিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার তাদের অভ্যন্তরীণ দুর্নীতি, বিশৃঙ্খলা ও জবাবদিহি-হীনতাকে আড়াল করতে চায়। গতকাল গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলও স্বাক্ষর করেন। এতে সিআইআই হিসেবে রাষ্ট্রীয় ২৯ প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার ঘোষণা অবিলম্বে প্রত্যাহারসহ জনগণের মত প্রকাশের স্বাধীনতা খর্বকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। জোনায়েদ সাকি বলেন, বর্তমান সময়ে তথ্য পাবার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তথ্য অধিকার আইনে তা স্বীকার করা হলেও এই প্রজ্ঞাপন তার লঙ্ঘন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর