শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইলিশে রপ্তানি আয় ১৪২ কোটি টাকা

২২ দিন ধরা ও বেচাকেনা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, চলতি বছর ১ হাজার ৩৫৩ টন ইলিশ বিদেশে রপ্তানি করা হয়েছে। এতে আয় হয়েছে ১৪১ কোটি ৬৪ লাখ টাকা। দেশে এখনো সব মানুষের কাছে ইলিশের চাহিদা পৌঁছায়নি। তাই ভবিষ্যতে নতুন করে কোনো দেশে ইলিশ রপ্তানি করা হবে না। গতকাল সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ইলিশের বাজার ব্যবস্থাপনার দায়িত্ব এই মন্ত্রণালয়ের নয়। যিনি মাছটা আহরণ করে আনেন তিনি যদি লেবার হন তাকে ঝুঁকি নিয়ে সমুদ্রে যেতে হয়, তিনি ঝুঁকি নিয়ে ইলিশটা নিয়ে আসেন। মা ইলিশ সংরক্ষণ অভিযানের জন্য আজ ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা, মজুদ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কেউ না মানলে এক থেকে দুই বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর