শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সুলতানা কামাল সম্পর্কে রিজভীর বক্তব্যের নিন্দায় ২২ নাগরিক

নিজস্ব প্রতিবেদক

মানবাধিকারকর্মী সুলতানা কামালের বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে অসংবেদনশীল, কুরুচিপূর্ণ উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের ২২ নাগরিক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং দীর্ঘ সময় ধরে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা সুলতানা কামালের ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দিয়েছেন। এর  পরিপ্রেক্ষিতে রুহুল কবির রিজভী আক্রমণাত্মক, অসংবেদনশীল, অশোভনীয় ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়েছেন। তাঁরা বলেন, ‘সুলতানা কামালকে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষায় রিজভীর আক্রমণ মানবিক মর্যাদার পরিপন্থী। ব্যক্তির মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিদাতারা হলেন- অধ্যাপক ড. মিজানুর রহমান, হুমায়ূন কবীর, শামসুল হুদা, অধ্যাপক মিসবাহ কামাল, অধ্যাপক সাদিকা হালিম, খুশি কবীর, সঞ্জীব দ্রং, রবীন্দ্র সরেন, পল্লব চাকমা, সানায়া আনসারী, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, কাজল দেবনাথ, অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, মোতাহার হোসেন আকন্দ, জিনাত আরা হক, বেগম রোকেয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর