শিরোনাম
শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিএনপির নেতৃত্বে শূন্যতা আছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিএনপি আন্দোলন করে কিন্তু তাদের নেতৃত্বে শূন্যতা আছে। তাদের সরকারপ্রধান কে হবেন? পররাষ্ট্রমন্ত্রী কে হবেন? তারা সেটাই জানে না। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা না দিয়ে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে হবে। কত বড় বেজাতি কথা! কোনো দেশপ্রেমিক এমন কথা বলতে পারে? গতকাল রাজশাহীর চারঘাট উপজেলার কালুহাটি উচ্চবিদ্যালয়ের নতুন চার তলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু প্রমুখ। মন্ত্রী বলেন, অস্ট্র্রেলিয়া বাংলাদেশের চেয়ে ২০ গুণ বড় রাষ্ট্র। সেই দেশে মাত্র ৫ শতাংশ মাটিতে ফসল উৎপাদিত হয়। মাত্র ৫ শতাংশ মাটিতে ফসল উৎপাদিত হলে খাদ্য ঘাটতি তো হবে। ফলে আমদানি নির্ভর হতে হবে। সেদিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, জাতিসংঘের ১৯৬টি দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্য রাষ্ট্রের চেয়ে আজ অনেকটা সফল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত তখন দেশের উন্নয়ন দেখতে পায় না। বিদ্যুতের আলোয় বাংলাদেশ যখন আলোকিত, তখন বিরোধীরা বিরোধিতা করতে মরিয়া হয়ে উঠেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, ভাঙা স্কুলে লেখাপড়া করেও আজ অনেকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। অনেকে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছে। তাই সুশিক্ষায় শিক্ষিত হতে হলে লেখাপড়ার বিকল্প নেই। তাই সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে।

 

সর্বশেষ খবর