বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শেকৃবির চিড়িয়াখানায় হরিণের মৃত্যু, মুমূর্ষু অবস্থা উটপাখির

অযত্ন ও চিকিৎসায় অবহেলার অভিযোগ

শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছোট চিড়িয়াখানায় একটি হরিণ মারা গেছে। সোমবার দিবাগত রাতে হরিণটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানাটির দেখাশোনার দায়িত্বে থাকা কমিটি। এর আগেও একটি হরিণ মারা যায়। হরিণের শিংয়ের আঘাতে আহত হয়ে নাজুক অবস্থায় মুমূর্ষু একটি উটপাখিও। জানা গেছে, সম্প্রতি চিড়িয়াখানায় অন্য একটি হরিণের শিংয়ের আঘাতের কারণে সেপ্টিসিমিয়ায় (ব্যাকটেরিয়ার আক্রমণে রক্ত দূষণজনিত রোগ) আক্রান্ত হয়ে হরিণটি মারা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্সে অধ্যয়নরত কয়েকজন ছাত্র বলেন, ঠিকমতো দেখাশোনা ও যত্ন নিলেই সামান্য আঘাত থেকে সৃষ্ট ক্ষত সেরে যেত। মূলত যত্ন ও চিকিৎসার অভাবেই এ ক্ষত থেকে হরিণটি মারা গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা আরও বলেন, চিড়িয়াখানার পশুদের দেখাশোনা করার জন্য কমিটি রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশোর্ধ্ব ভেটেরিনারিতে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর