রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশে প্রথম হাইপারফরমিং স্টিল আনল জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথম হাইপারফরমিং স্টিল আনল জিপিএইচ ইস্পাত

গতকাল রাজধানীর কুড়িলে একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জিপিএইচ ইস্পাত বাংলাদেশ ৬০০ গ্রেডের স্টিল রি-বারের উদ্বোধন করা হয় -বাংলাদেশ প্রতিদিন

দেশের নির্মাণ শিল্পের রড উৎপাদনে নতুন প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে জিপিএইচ ইস্পাত বাংলাদেশ। প্রতিষ্ঠানটি দেশে প্রথমবারের মতো উৎপাদন শুরু করেছে জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর স্টিল রি-বার। জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর প্রযুক্তি গুণগতমান নিশ্চিত করেছে বিডিএস আইএসও ৬৯৩৫-২:২০১৬। গতকাল রাজধানীর কুড়িলে একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৬০০ গ্রেডের স্টিল রি-বারের উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব) আবু সাঈদ মো. মাসুদ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, বুয়েটের অধ্যাপক ড. রাকিব আহসান ও অধ্যাপক ড. শামিম জেড বসুনিয়া। অনুষ্ঠানে আয়োজকরা জানান, বিশ্বসেরা প্রযুক্তির জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর উচ্চশক্তি ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বুয়েট পরীক্ষিত এ রড ব্যবহারে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী। এ প্রযুক্তির রড ভারবহন ও সাইক্লিক লোডিং সক্ষমতা বেশি হওয়ায় ভূমিকম্পে স্থাপনা থাকবে অধিক নিরাপদ; যা পরিবেশ দূষণ রোধে সহায়ক। এ রড ব্যবহারে স্ট্রাকচার রি-বারের কনজেশন কমার ফলে কনস্ট্রাকশনের মান আরও উন্নত হবে। ভবনের ডেড লোড কমাবে। রি-বার প্রযুক্তিগত বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে বুয়েটের পুরকৌশল বিভাগ। সে গবেষণায় দেখা গেছে, কলাম ও বিমের প্র্যাকটিকাল টেস্ট সেফটি মার্জিন ফল অনেক বেশি। শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, জিপিএইচ ইস্পাত এরই মধ্যে প্রযুক্তির উৎকর্ষে বিশ্বব্যাপী বাংলাদেশকে পৌঁছে দিয়েছে। এ পথচলায় নতুন যুক্ত হলো জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর স্টিল রি-বার; যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ ইস্পাত সব সময় মজবুত নির্মাণে শক্তিশালী বাংলাদেশ গড়ায় নিরলস কাজ করছে। এর ধারাবাহিকতায় আমরা হাই স্ট্রেংথ ও হাই পারফরমিং রি-বার সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর