সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মন্ত্রণালয়ের স্বাধীনতা না থাকায় সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সংসদীয় কমিটির সভায় প্রকল্প প্রণয়ন ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর স্বাধীনতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

গতকাল অনুষ্ঠিত কমিটির সভায় বলা হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাজেটের অর্থ কীভাবে ও কোন পদ্ধতিতে ব্যয় হবে, সেটা যদি অর্থমন্ত্রণালয় ঠিক করে দেয়- সে কর্মসূচি দ্বারা সুফল পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এ সময় শুধু কন্যা শিশুদের কথা না বলে ছেলে-মেয়ে উভয়ের অধিকার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করেন কমিটির সদস্যরা। একই সঙ্গে সাইকেল বিতরণ কর্মসূচিতে ছেলে-মেয়ে বিবেচনা না করে দূর থেকে আসা সব শিক্ষার্থীকে বিবেচনায় নেওয়ার প্রস্তাব করা হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ। কমিটির সদস্য মো. আবদুল আজিজ, শবনম জাহান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর