বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

গাজীপুরে যুবক খুনে গ্রেফতার চার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে মো. হৃদয় হাসান আলিফ (১৯) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় গতকাল সকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ২ বন্ধুকে থানায় আনা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন। নিহত আলিফ পার্শ্ববর্তী জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের মো. আমানউল্লাহর ছেলে। তিনি প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিলেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, নিহতের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে। তবে মামলার তদন্ত আগ্রগতির স্বার্থে কারোর নাম প্রকাশ করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।

 তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা আমানউল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী নিহত আলিফের বন্ধুরা জানান, তাদের গ্রামের পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার নরুন হাই স্কুল মাঠে চার দিনব্যাপী ইসলামী মহা-সম্মেলন হচ্ছিল। তারা কয়েক বন্ধু মিলে সোমবার রাতে ওই এলাকায় যায়। সেখানে গিয়ে আলিফের সঙ্গে দেখা হয়। তারা তখন একত্রে অনুমান রাত ৯টার দিকে ওয়াজ মাহফিলের পূর্ব দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিল। এ সময় তাদের বয়সী কয়েকজন ছেলে এসে আলিফকে একটু সামনে নয়ন মনি ফার্মেসির কাছে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে গ গোলের শব্দ শুনে তারা এগিয়ে যায় এবং সেখানে গিয়ে আলিফকে কাত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর