বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইভিএম নিয়ে শঙ্কায় জাপা আজ থেকে মাঠে ইসি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ইভিএম নিয়ে শঙ্কায় জাপা আজ থেকে মাঠে ইসি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। গতকাল দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মোস্তফার পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর। মনোনয়নপত্র নেওয়ার আগে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেনের সঙ্গে জাপা নেতৃবৃন্দ ইভিএম মেশিনে ভোটগ্রহণ সুষ্ঠু হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এদিকে বুধবার থেকে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন রোধে মাঠে থাকবে নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট বিভাগ। নির্বাচন অফিস সূত্রে, মনোনয়পত্র জমা দেওয়া ও প্রার্থিতা প্রত্যাহারের বেলায় কোনো প্রার্থী বা তার পক্ষের কোনো লোক বা কোনো সংস্থা বাধা প্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থী বা তার পক্ষের কেউ প্রচারণার জন্য কোনো প্রকার দেওয়াল লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্র অঙ্কন করতে পারবেন না। বিলবোর্ড, মিছিলে প্রচারণায়ও নিষেধাজ্ঞা রয়েছে। ঘরোয়া সভার ক্ষেত্রেও স্থানীয় পুলিশকে অবহিত করতে হবে। সড়কে পথসভার জন্য স্থাপন করা যাবে না কোনো মঞ্চ। কোনো প্রকার আলোকসজ্জা করা যাবে না। এছাড়া উস্কানিমূলক বক্তব্য প্রদান ও ধর্মীয় উপাসনালয়ে চালানো যাবে না নির্বাচনী প্রচারণা।  উল্লেখ্য, পৌরসভা থেকে ২০১২ সালে ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন করা হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নির্বাচিত হন। ২০১৭ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নির্বাচিত হন।

বর্তমানে এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে চার লাখের বেশি। জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আচরণ বিধি যাতে লঙ্ঘন না হয় সে বিষয়ে নির্বাচন অফিস কঠোর অবস্থানে থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর