বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সম্মেলনের জন্য স্কুল থেকে বাড়ি পাঠানো হলো শিক্ষার্থীদের

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর এ সম্মেলনের জন্য স্কুল থেকে বাড়ি পাঠানো হলো শিক্ষার্থীদের। স্কুলমাঠে সম্মেলন করার বিষয়ে জানতে পেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল পরীক্ষা শেষে সম্মেলন করার নির্দেশ দেন। তার ওই নির্দেশের পরও স্কুল চলাকালীন সময়েই সম্মেলন শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে গতকাল সকালে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ও বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ। সম্মেলনকে কেন্দ্র করে গুরুদাসপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ক্লাস চলা অবস্থায় ছুটি দেওয়া হয়।

স্কুলের নির্বাচনী পরীক্ষা থাকলেও তা আগেই স্থগিত করা হয়। তবে একই চত্বরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়া হলেও সম্মেলনের কারণে কোমলমতি শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক গুরুদাসপুর প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিশু শিক্ষার্থী বলেন, মাইকের শব্দে আমরা কিছুই বুঝতে পারছিলাম না। প্রধান শিক্ষক গোলাম মর্তুজা বলেন, সম্মেলনকে ঘিরে ব্যাপক জনসমাগম হয়। এ কারণে শিশুদের ক্লাস নিতে সমস্যা হয়েছে, তবুও দরজা-জানালা বন্ধ করে ক্লাস নিচ্ছি। উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশ না থাকায় স্কুল ছুটি দিতে পারিনি। এদিকে গুরুদাসপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু বলেন, সম্মেলনের কারণে গতকাল সকালে ক্লাস শুরু হলেও স্কুল ছুটি দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) কোনো নির্বাচনী পরীক্ষা ছিল না। জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন বলেন, স্কুলের প্রধান শিক্ষকসহ উপজেলার শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি তিনি জানবেন। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, এ ব্যাপারে তিনি অবগত নন, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। এদিকে স্কুল মাঠে সম্মেলন আয়োজন করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেন, আমি তথ্য পেয়েছি সম্মেলন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে পরীক্ষা কেন্দ্র রয়েছে। আগে জানলে আসতাম না। এ ছাড়া স্কুল খোলা রেখে সম্মেলন করা ঠিক হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর