বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ায় আসকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

আটক ও জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে বিদ্যমান আইন এবং উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল সংগঠনটির নির্বাহী পরিচালক মো. নূর খান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে দেশের নানা স্থানে সাদা পোশাকে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে তুলে নেওয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অনেক ক্ষেত্রে পরে জানানো হচ্ছে- তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের আলোকে এভাবে তুলে নেওয়া হয়েছে এবং হেফাজতে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক রাখা হয়েছে।  এতে আইন, সংবিধান ও উচ্চ আদালতের নির্দেশনার ব্যত্যয় কিংবা লঙ্ঘন ঘটছে বলে অভিযোগ উঠছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ না করে নেওয়া পদক্ষেপ আইন ও বিচারবহির্ভূত কর্মকান্ড বলে প্রশ্নবিদ্ধ হবে।

এ ধরনের চর্চা অব্যাহত থাকলে তা নানাভাবে ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্র প্রশস্ত করবে, যা দেশে আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য কোনোভাবেইি সহায়ক নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর