শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাবির ৫৩তম সমাবর্তন আজ

যোগ দেবেন ৩০ হাজার গ্র্যাজুয়েট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবির ৫৩তম সমাবর্তন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আজ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যঁ তিরল। তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ (অনারেস ক’জা) ডিগ্রি দেওয়া হবে। এই সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন ৩০ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট। বৃহস্পতিবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, সমাবর্তন অনুষ্ঠানে ১৩১জন কৃতী শিক্ষক, গবেষক ও গ্র্যাজুয়েটকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭জনকে পিএইচডি, দুজনকে ডিবিএ এবং ৩৫জনকে এম ফিল ডিগ্রি দেওয়া হবে। ঢাবির গ্র্যাজুয়েটরা খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করবেন। সকাল সাড়ে ৯টায় গেট খোলা হবে। ১১টার মধ্যে সমাবর্তনস্থলে আসন গ্রহণ করতে হবে। অংশগ্রহণকারীদের আমন্ত্রণপত্র এবং জাতীয় পরিচয়পত্র/প্রতিষ্ঠানের দেওয়া আইডি/পাসপোর্ট সঙ্গে আনতে হবে। সমাবর্তনস্থলে মোবাইল ফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পানির বোতল নিয়ে প্রবেশ করা যাবে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর