শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাজুস প্রেসিডেন্টের নেতৃত্বে বিশ্ববাজারে বাংলাদেশের স্বর্ণ নেতৃত্ব দেবে

প্রতিদিন ডেস্ক

বাজুস প্রেসিডেন্টের নেতৃত্বে বিশ্ববাজারে বাংলাদেশের স্বর্ণ নেতৃত্ব দেবে

কুমিল্লায় আয়োজিত সভায় বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন -বাংলাদেশ প্রতিদিন

স্বর্ণ ব্যবসায়ীদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে এক দিন বিশ্ববাজারে বাংলাদেশের স্বর্ণ নেতৃত্ব দেবে। গতকাল দেশের বিভিন্ন স্থানে বাজুস আয়োজিত মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা। নেতৃবৃন্দ মান বজায় রেখে বাজুস নির্ধারিত দামে বেচাকেনার ওপর জোর দেন।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা ক্লাব মিলনায়তনে বাজুস কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদস্যসচিব মো. জয়নাল আবেদীন খোকন ও সদস্য প্রণব সাহা, বাজুসের  কার্যনির্বাহী সদস্য উত্তম ঘোষ, বরুড়ার সভাপতি আবুল কালাম আজাদ, মুরাদনগরের সভাপতি স্বপন পোদ্দার, লাকসামের সভাপতি সুভাষ ভৌমিক, চান্দিনার সভাপতি শাহ মো. আলমগীর খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাজুস কুমিল্লার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে বাজুস সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্তোষ রায়। বক্তব্য রাখেন বাজুসের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুস স্ট্যান্ডিং কমিটির কার্যনির্বাহী সদস্য পবিত্রতা চন্দ্র ঘোষ, বাজুসের কার্যনির্বাহী সদস্য জয়দেব সাহা, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায়। চন্দন কর্মকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাবু বজলাল বণিক। উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র বণিক, নিখিল চন্দ্র বণিক, বজলাল বণিক, বিকাশ বণিক, নির্মল বণিক, শংকর বণিক, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সুনামগঞ্জের সাধারণ সম্পাদক বিমল বণিক, ব্যবসায়ী সজল দেব,  প্রদীপ বণিক, কৃষ্ণ বণিক, জাউয়াবাজারের ব্যবসায়ী মোস্তফা মিয়া, জগন্নাথপুরের মানিক বণিক, দিরাইর শ্রী দীলিপ বণিক, মধ্যনগরের লিটন বণিক, জাউয়ার বাবুল বণিক, বিশ্বম্ভপুরের হাকিম মিয়া, ছাতকের ব্যবসায়ী নিরঞ্জন পাল। অনুষ্ঠানে বাউল ও লোকসংগীত পরিবেশন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, স্থানীয় সন্ধ্যা কমিউনিটি সেন্টারে বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম, সহ-সম্পাদক সমিত ঘোষ অপু, কার্যনির্বাহী সদস্য মো. রিপনুল হাসান ও মো. ফেরদৌস আলম শাহীন, বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সম্পাদক শ্রী বাসুদেব নন্দী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকন আহমেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর