শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সিলেটে দুই দিনব্যাপী ইজতেমা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আখেরি মোনাজাতে অর্ধ লক্ষাধিক মুসল্লির আমিন আমিন ধ্বনিতে শেষ হয়েছে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’ আয়োজিত দুই দিনব্যাপী ইজতেমা। অরাজনৈতিক সংগঠনটির ৭৭ বছরপূর্তি উপলক্ষে এ ইজতেমার আয়োজন করা হয়েছিল। গতকাল সকাল ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের আমির প্রখ্যাত আলেম মুফতি মাওলানা রশীদুর রহমান ফারুক বর্ণভী। উল্লেখ্য, বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমার কার্যক্রম। এতে দেশের খ্যাতনামা আলেমরা বয়ান করেন। গতকাল সকাল ১০টায় আখেরি মোনাজাতে অংশ নিতে অর্ধলক্ষাধিক মুসল্লি অংশ নেন। এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে ইজতেমাস্থল সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকা মুখরিত হয়ে ওঠে। গোনাহ থেকে মুক্তি এবং দেশ ও মানুষের কল্যাণে মোনাজাত করতে গিয়ে মুসল্লিরা এ সময় কান্নায় ভেঙে পড়েন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর