শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাকায় যেন এক টুকরো চবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম জন্মদিনে গতকাল ক্যাম্পাস ছেড়ে আসা শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন ঢাকায়। সন্ধ্যায় রাজধানীর উত্তরায় হোটেল এশিয়া ডে কনভেনশন সেন্টারে সবুজ ক্যাম্পাসের তুমুল আড্ডা, আনন্দ-উল্লাস, ছবি তোলা, ক্যাম্পাস মাতিয়ে তোলার সেই সোনালি দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বয়সের ভেদাভেদ ভুলে বন্ধুত্বের আবাহনে মিলেছেন আনন্দ আয়োজনে। সাবেকরা স্মৃতি বিনিময় করেছেন। সেলফি তোলা, গলা ছেড়ে গান গাওয়া, বন্ধুর কাঁধে হাত রাখা আর নেচে-গেয়ে একাকার সবাই। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ আল আহসান বলেন, ‘প্রতিষ্ঠার ৫৬ বছর পেরিয়ে বর্তমানে ক্যাম্পাস অনেকদূর এগিয়েছে। এই ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী দেশ-বিদেশ, সরকারি-বেসরকারিসহ বিভিন্ন জায়গায় কর্মরত।  উৎসবে প্রধান বক্তা ছিলেন ১৯তম ব্যাচের শিক্ষার্থী আজিম উদ্দিন আহমেদ। বক্তব্য দেন ২১তম শিক্ষার্থী ডিআইজি ফয়েজ আহমেদ, ২৫তম ব্যাচের শিক্ষর্থী জহির উদ্দিন শামীম ও আশরাফুল ইসলাম এবং এনামুল হক দিপু। ২৫তম ব্যাচের শিক্ষার্থী ফজলুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ২৪তম ব্যাচের শিক্ষার্থী ওয়াকিলুর রহমান। উপস্থিত ছিলেন ৩০তম ব্যাচের শিক্ষার্থী মো. জহির। অনুষ্ঠানে স্মৃতিচারণের পর সাংস্কৃতিক উৎসব হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর