শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তায় গুরুত্বারোপ

দিল্লিতে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে বৈঠক হয়েছে। এ সময় সীমান্ত ব্যবস্থাপনা এবং সাধারণ নিরাপত্তায় গুরুত্বারোপ করেন তারা।

গতকাল দিল্লিতে ‘নো মানি ফর টেরর’ শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনাচক্রের ফাঁকে আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেখানেই এসব বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি টুইটও করা হয়।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত তৃতীয় ‘নো মানি ফর টেররিজম মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন কাউন্টার-টেররিজম ফাইন্যান্সিং’-এ যোগ দিতে এসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনে ৭০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৪৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর আগে সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘বিশ্ব শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সন্ত্রাসবাদ সবচেয়ে গুরুতর হুমকি কিন্তু সন্ত্রাসে অর্থায়ন আরও বিপজ্জনক’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর