রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা : ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা : ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা। আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদকে দেখে শিক্ষা নেওয়া প্রয়োজন। এত যদি উন্নয়ন করে থাকেন, তাহলে একটা সুষ্ঠু ভোট দেন। দেখুন জনগণ কার পক্ষে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘চলমান সংকট উত্তরণে গণপরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে দলটি। দলের সহসভাপতি শেখ আবদুন নূরের সভাপতিত্বে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তৃতা করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী ১০ তারিখে কী হবে, যারা আন্দোলন করছে- তারা আমাদের জানায়নি। ভাবনার বিষয়, মানুষ যেভাবে জেগেছে, তিন দিন ধরে চিড়া-মুড়ি নিয়ে বক্তব্য শুনছে। তারা ঢাকায় চলে আসলে শ্রীলঙ্কার মতো অবস্থা হয় কি না।  নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ ও বিএনপি চায় সচিবালয় থেকে পাবলিক টয়লেট পর্যন্ত তাদের লোক থাকবে। আমরা দেখতে চাই, সরকার কারাগারে কতজনকে রাখতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর