রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শহীদ ডা. মিলন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩২তম শাহাদাতবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পায় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি উপলক্ষে জাসদ গতকাল বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএমএসহ বিভিন্ন সংগঠন ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করবে। ’৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সাবেক ছাত্র নেতৃবৃন্দ সকাল সাড়ে ৮টায় ডা. মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিলন বেদিতে মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর