বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
রংপুর সিটি নির্বাচন

আওয়ামী লীগ-জাপা জটিল সমীকরণে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আওয়ামী লীগ-জাপা জটিল সমীকরণে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই হিসাব চলছে আওয়ামী লীগে ও জাতীয় পার্টিতে। ২৭ ডিসেম্বরের নির্বাচনে অন্য প্রার্থীদের মাথায় রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জটিল সমীকরণে নেমেছে। ভোটের হিসাবের চুলচেরা বিশ্লেষণ করছে তারা।

সরেজমিন বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা গেছে, এবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটের আলোচনায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থীকে ঘিরে। জাতীয় পার্টি তাদের মূল প্রতিদ্বন্দ্বী ভাবছে আওয়ামী লীগের নৌকা মার্কাকে। পক্ষান্তরে আওয়ামী লীগ তাদের প্রতিদ্বন্দ্বী জাপাকে মাথায় রেখে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে। দুই দলই নতুন প্রজন্ম, বিএনপি, জামায়াত, সংখ্যালঘু ও অবাঙালি ভোটারকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন। তরুণদের ভোট টানতে নৌকা ও লাঙ্গল মার্কার প্রার্থীরা গ্রহণ করেছেন নানা উদ্যোগ। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন। আওয়ামী লীগ নেতারা মনে করছেন, গত নির্বাচনের ভুলত্রুটি সংশোধন করে সবাই নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ করলে বিজয় সুনিশ্চিত। অন্যদিকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা মনে করছেন রংপুর লাঙ্গলের ঘাঁটি। এখানে অন্য কোনো দলের প্রার্থী সুবিধা করতে পারবে না- তার প্রমাণ বিগত সিটি নির্বাচন। ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখের বেশি ভোটে বিজয়ী হয়েছিলেন। এবারও তারা বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবেন বলে মনে করছেন। জাপা ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। তবে জাপার প্রার্থী সদ্য সাবেক হওয়া মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নির্বাচনে সব দলই শক্তিশালী  এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল জানান, সিটি করপোরেশনের উন্নয়নের স্বার্থে এবার ভোটাররা আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থীকে ভোট দেবেন। নির্বাচনে ১০ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও যারা নির্বাচনী মাঠে রয়েছেন তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি আমিরুজ্জামান পিয়াল, মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, জাকের পার্টির নেতা খোরশেদ আলম, ব্যবসায়ী মেহেদী হাসান বনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু, জাসদের মো. সফিয়ার রহমান, স্বতন্ত্র মো. আবু রায়হান, খেলাফত মজলিসের মো. তৌহিদুর রহমান মণ্ডল। নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ মোট ২৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর