বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অবৈধ ই-ট্রানজেকশন ছয় হ্যাকার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মোবাইল ফোন ও মেইল অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধ ই-ট্রানজেকশনে জড়িত অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনার পাইকগাছায় ছয় যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে। পরে বিচারক রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাতে তাদের পাইকগাছার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পাইকগাছার নুনিয়াপাড়া গ্রামের আকাশ (২৫), দীনেশ মণ্ডল (২৫), হীরক (২৪), ছালুবুনিয়া গ্রামের অমিত ঢালী (২১), পশ্চিম কাইনমুখী গ্রামের চিন্ময় (২৪) ও আমুরকাটা গ্রামের তপন বাছাড় (২৪)।

তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০ ও ৩৫ ধারায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাকবির হোসেন জানান, মোবাইল ফোন ও মেইল অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ হস্তান্তরের প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর