বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারের জুলুম-নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে : আমান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের জুলুম-নির্যাতন এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির গণসমাবেশে জনতার ঢলকে বাধাগ্রস্ত করতে সরকার আরও বেশি নির্দয়-নির্মম হয়ে উঠেছে। বিশ্বের সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে সরকার দেশব্যাপী জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। তবে গ্রেফতার, হামলা-মামলা দিয়ে লাভ হবে না। সরকারের মূলোৎপাটনে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। তাদের পতন ছাড়া জনগণ রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না। গতকাল ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।  বিবৃতিতে অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

 আমানউল্লাহ আমান জানান, গ্রেফতার নেতাদের মধ্যে রয়েছেন- পল্লবী থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফারুক হোসেন তালুকদার, দক্ষিণখান থানার ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, কাফরুল থানার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক, মিরপুর থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন, উত্তরা পূর্ব থানা ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সুরুজ আলম, তেজগাঁও থানা বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন এবং হানিফ মাস্টার, রামপুরা থানার ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বাবুল, ৯৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা লোকমান হোসেন, উত্তরা পূর্ব থানার যুবদল নেতা সিফাত ইসলাম দীপু সিকদার, শ্রমিকদল নেতা মো. রহিম, উত্তরখান থানা ছাত্রদল নেতা বিপ্লব, ক্যান্টনমেন্ট থানা বিএনপি নেতা শহিদুল ইসলাম, উত্তরখান থানা বিএনপি নেতা হাসান খান, আফতাব উদ্দীন জুয়েল, সালাম মৃধা, শেরেবাংলা নগর থানা বিএনপি নেতা সবুর খান, বিমানবন্দর থানা বিএনপি নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর