বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৩০০ কোটি টাকার নিচে ডিএসইর লেনদেন

নিজস্ব প্রতিবেদক

দুই দিন দরপতনের পর সূচক কিছুটা বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে লেনদেন নেমেছে ৩০০ কোটি টাকার নিচে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২৭১ কোটি টাকা। যা ২০২১ সালের ৫ এপ্রিলের পর সর্বনিম্ন।

দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৫০ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। দাম কমেছে ২৫টির। আর ২২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন খরার বাজারে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে আমরা নেটওয়ার্কের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দাম বেড়েছে। দাম কমেছে ২১টির এবং ৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর