বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এশিয়ান আর্ট বিয়েনাল কাল শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১৯তম এশিয়ান আর্ট বিয়েনাল। এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, তুরস্ক, পর্তুগাল, ভেনিজুয়েলাসহ বিশ্বের ১১৪টি দেশ। ওই দিন সকালে গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মাসব্যাপী দ্বিবার্ষিক উৎসবের উদ্বোধন করবেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব আবুল মনসুর, এশিয়ান আর্ট বিয়েনালের জুরি বোর্ডের সদস্য রফিকুন নবী, পোলিশ শিল্প সমালোচক জ্যারোস্ল সুহান। দেশের ১৪৯ শিল্পীর ১৫৬টি শিল্পকর্মের পাশাপাশি প্রদর্শিত হবে বহির্বিশ্বের ৩৪৪ শিল্পীর ৪৯৩টি শিল্পকর্ম। এ ছাড়া বাংলাদেশের ৪৫ শিল্পীর অংশগ্রহণে ৩১টি পারফরমেন্স আর্ট ও বিদেশী সাত শিল্পীর সাতটি পারফরমেন্স আর্টসহ মোট ৩৮টি পারফরমেন্স প্রদর্শিত হবে এবারের আর্ট বিয়েনালে। প্রতিবারের মতো এবারের উৎসবে থাকছে গ্র্যান্ড ও সম্মানসূচক পুরস্কার।

 গ্র্যান্ড পুরস্কার দেওয়া হবে তিনটি। প্রতি পুরস্কারের অর্থমূল্য ৫ লাখ টাকা। বিজয়ীদের দেওয়া হবে ক্রেস্ট ও সনদ।

গতকাল বিকালে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন এবারের আসরের চার জুরি জগথ ভিরাসিংহে (শ্রীলঙ্কা), নারসেরিন টর (তুরস্ক), ইয়োনা ব্লাজউইক (যুক্তরাজ্য), জ্যারোস্ল সুহান (পোল্যান্ড)।

সর্বশেষ খবর