শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সবজিতে স্বস্তি, মাছ মাংস আগের দামে

রাশেদ হোসাইন

সবজিতে স্বস্তি, মাছ মাংস আগের দামে

বাজারে শীতের সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। তবে নিত্যপ্রয়োজনীয় চাল, আটা, তেল, চিনি, ডাল ও মাছ, মাংস বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে। এক সপ্তাহ আগের তুলনায় কিছু সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত কমেছে। সবজির দাম কমায় স্বস্তি মিলেছে ক্রেতাদের। গতকাল রাজধানীর একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, বেশির ভাগ সবজির দাম কমেছে। কেবল শসা ও টমেটোর দাম বেশি। এ সবজি দুটি বেশি দামে কেনা হয়, তাই খুচরা হিসেবে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তবে কাঁচা টমেটোর দাম কমেছে। ভোক্তাদের অভিযোগ, শীতকালীন সবজি বাজারে এলেও অন্যান্য বছরের মতো দাম কমেনি। শনিরআখড়া বাজারের ক্রেতা আহসান কবির বলেন, ‘শিম কিনতে হয়েছে ৪০ টাকা কেজিতে। মাঝারি আকারের ফুলকপি ৩০ টাকা। এখন সবজির মৌসুম তাই দাম কমে আসছে।’ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরনো আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি; যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৮ টাকায়। আর নতুন আলু বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজি; যা এক সপ্তাহ আগে বিক্রি হতো ৪৫-৫০ টাকায়।

এক সপ্তাহ আগে ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন বর্তমানে ৩৫-৪০ টাকা। ৫০ টাকা কেজির শিম বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। ৩০-৪০ টাকা কেজি বিক্রি হওয়া মুলা ২০-২৫ টাকা। ৮০ টাকা কেজির বরবটি ৬০ টাকা। পটোল ও কচুর লতির কেজি ৫০ টাকা। আর ৩০ টাকা কেজির পেঁপে ২০-২৫ টাকা। পিঁয়াজসহ পাতা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। শুধু পিঁয়াজের পাতা ৮০ টাকা কেজি; যা আগের সপ্তাহে ছিল ১২০ টাকা। তবে শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। পাকা টমেটো ৯০-১০০ টাকা।

কাঁচা টমেটো ৩০-৩৫ ও কাঁচা মরিচ ৪০-৫০ টাকা কেজি; যা সপ্তাহ আগেও ছিল ৬০-৭০ টাকা কেজি। ঢেঁড়সের কেজি ৫০-৬০, করলা ৫০-৬০, উচ্ছে ৮০ ও গাজর ৮০, বাঁধাকপি ৩৫-৪০ টাকা কেজি। এ ছাড়া প্রতি পিস লাউ ৪৫ থেকে ৬০, আকারভেদে ফুলকপি ২০-৩৫, লালশাকের আঁটি ১০ টাকা।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, পাঙাশ মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। চিংড়ি ৫০০-৬০০ টাকা কেজি। মাঝারি মানের রুই ও মৃগেল ২৬০-৩০০ টাকা। বড় রুই ৩৫০-৪০০ টাকা। পুঁটি ২৫০, কাতলা ৩৫০-৪০০, শিং ৩৫০-৫০০, টাকি ৬০০, রূপচাঁদা ৭০০-৮০০ ও বোয়াল ৬৫০-৭০০ টাকা কেজি। এ ছাড়া ১ কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার ১০০ এবং ১ কেজির কম ওজনের ইলিশ ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি ১৪০-১৫০, পাকিস্তানি ২৫০, লেয়ার ২৩০ ও কক ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ টাকা পিস।

গরুর মাংস ৬৮০-৭০০ ও খাসির মাংসের কেজি ৯০০-৯৫০ টাকা। ব্যবসায়ীরা জানান, মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে। এর আগের সপ্তাহেও একই দরে বিক্রি হয়েছে।

অন্যদিকে মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। অর্থাৎ ৪০ টাকা হালিতে। দেশি মসুর ডাল ১৩০-১৫০ টাকা কেজি। এ ছাড়া আমদানি ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। পিঁয়াজ ৩৫-৪০ টাকা কেজি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর