বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগে রাজধানীর তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. আনিসুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁঞার নেতৃত্বে একটি টিম গতকাল দুপুরে তেজগাঁও থেকে তাকে গ্রেফতার করে। এ উপলক্ষে গতকাল বিকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থার সচিব মাহবুব হোসেন বলেন, গ্রেফতার হওয়া আসামি মো. আনিসুর রহমান ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি কোষাগার থেকে হাসপাতাল স্থাপন প্রকল্পের জন্য বরাদ্দ ৪৩ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৪১৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। তিনি গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল করে পুরো টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ২৫ অক্টোবর ঢাকায় সমন্বিত জেলা কার্যালয়ে মো. আনিসুর রহমানসহ আরও দুজনকে আসামি করে মামলা করে দুদক। মামলার অপর আসামিরা হলেন এম জাহান ট্রেডার্সের মালিক মো. মহসীন আলী এবং গ্রিন ট্রেডার্সের মালিক মো. মাহফুজ হুদা সৈকত। চলতি বছরের ১২ থেকে ২০ জুনের মধ্যে ওই অর্থ আত্মসাৎ করা হয়। আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর