শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে রাধানাথ এলাকার সীমান্তে ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশের শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথ সীমান্তের ৮৫৬ নম্বর মেইন পিলারের কাছে এ লাশ সকাল থেকে পড়েছিল। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের ধারণা, বাংলাদেশি ভেবে বিএসএফের নির্যাতনে ওই নাগরিকের মৃত্যু হয় এবং পরে তার লাশ বাংলাদেশি সীমান্তের কাছে তারা ফেলে দিয়ে যায়। 

জানা গেছে, নিহত ভারতীয় নাগরিক মোসাহাব হোসেন মোসাব (৪০) ভারতের  কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার জামালদহ গ্রামে মৃত নুর মোহাম্মদের ছেলে। সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, গতকাল  সকালে সীমান্তের ৮৫৬ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতের দারিকামারী এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবি বিএসএফকে সীমান্তে লাশ পড়ে থাকার ঘটনা জানায়। বিএসএফ তখন ওই ব্যক্তি তাদের দেশের নাগরিক নয় বলে জানায়। পরবর্তীতে বিজিবি নিহত ব্যক্তির তথ্য সরবরাহ করলে তারা নিশ্চিত হয় তার বাড়ি ভারতে। এরপর বিকালে যোগাযোগ করে বিএসএফ এবং ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে যায়।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি গরু পারাপারকারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর