বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে ওষুধের কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে মহানগরীর বিসিক এলাকায় শাহী ল্যাবরেটরিজ (ইউনানী) কারখানায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শাহী ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক সামিউল হুদা শিবলী জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে ওষুধ তৈরির উপাদান প্রক্রিয়াজাতের সময় হঠাৎ বিকট শব্দ করে ইলেকট্রিক ভ্যাসেলটি ফেটে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পাশাপাশি নিজস্ব অগ্নিনির্বাপক সরঞ্জাম দিয়ে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে আগুনে কারখানার ভিতরে থাকা যন্ত্রপাতি, এসি, ওষুধসহ আরও অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিক জানান, দুপুর ৩টার দিকে ফোন এলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত ইলেকট্রিক ভ্যাসেল থেকে আগুনের সূত্রপাত এবং ধীরে ধীরে তা বড় আকার ধারণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর