বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সবুজ স্বীকৃতি সনদ পেল দুটি কারখানা

নিজস্ব প্রতিবেদক

লিড গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরিস অব বাংলাদেশ বা সবুজ কারখানার স্বীকৃতি সনদ পেল ভিক্টোরিয়া ইন্টিমেটস লিমিটেড ও ড্রেসডেন টেক্সটাইল লিমিটেড। এ দুটি কারখানাই গোল্ড সার্টিফাইড হয়েছে। এ নিয়ে বাংলাদেশে লিড গ্রিন সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০টিতে। গতকাল বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নতুন আরও দুটি কারখানা গ্রিন সার্টিফাইড হয়েছে। এ বছর আমাদের সর্বোচ্চ ১৩টি প্লাটিনাম সার্টিফাইড ফ্যাক্টরি হয়েছে। পাশাপাশি গোল্ড, সিলভার এবং সার্টিফাইড মিলে এ বছর ২৭টি প্রতিষ্ঠান সবুজ কারখানার সনদ পেয়েছে। আরও কিছু কারখানা গ্রিন সার্টিফাইডের তালিকায় আসার অপেক্ষায় রয়েছে। এর আগে নভেম্বর মাসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও বর্ণালী কালেকশনস লিমিটেড লিড গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পায়। পোশাক কারখানায় সবুজ সংকেতের দিক দিয়ে বাংলাদেশ বর্তমান বিশ্বে শীর্ষে। বাংলাদেশের ৫৮টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৮টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এ ছাড়া চারটি কারখানা কোনো রেটিং পায়নি, তবে সনদ পেয়েছে। সার্বিক বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এক বছরে ১৩টি প্রতিষ্ঠানের প্লাটিনাম সবুজ কারখানার স্বীকৃতি আমাদের জন্য বড় পাওয়া। অর্থনৈতিক মন্দার মধ্যে বৈশ্বিক বাজারে যখন বাংলাদেশি পোশাকের অর্ডার কমে যাচ্ছে, তখন এ ধরনের স্বীকৃতি আমাদের মনোবল বৃদ্ধি করে।

 তিনি দাবি করেন, নিরাপদ ও পরিবেশবান্ধব টেকসই কারখানা তৈরির জন্য যা যা করণীয় অনেক দিন ধরে আমরা সেটি করে আসছি।

এর ফলে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ছে এবং তারাও আমাদের সহযোগিতা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর