বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গণতন্ত্রের লড়াই ভিন্ন খাতে নিচ্ছে আওয়ামী লীগ-বিএনপি : সিপিবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম বলেছেন, আগামী নির্বাচন নিয়ে লুটেরা ধনিকদের প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অপর লুটেরা বিএনপি-জামায়াত চক্র শুধু পরস্পরকে দোষারোপ করে গণতন্ত্রের লড়াইকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। ১৪-দলীয় জোট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জনপ্রিয় দাবিটি সিপিবি এবং বামপন্থিরা আর কেউ উচ্চারণ করছে না। গতকাল সিপিবির সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা বলেন। সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কমরেড খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে পার্টির মৌলভীবাজার জেলা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটি ও সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী শক্তি তৎপর হয়ে উঠেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর