রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কক্সবাজারে দুই পক্ষের সংঘর্ষে রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ শিশুটি ক্যাম্প অভ্যন্তরের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)এর পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ শিশুটি উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ২ ওয়েস্ট-এর বাসিন্দা জানে আলমের (সাব মাঝি) ছেলে মো. মোবারক (৪)। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের ডি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে প্রায় ১০/১৫ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় মোবারক নামে এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এপিবিএন সদস্যরা জানিয়েছেন। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ধরনের একটি খবর শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর