বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রতীকী সার্টিফিকেট পোড়ালেন প্রতিবন্ধী প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে প্রতীকী সার্টিফিকেট পুড়িয়েছেন বাদ পড়া প্রতিবন্ধী প্রার্থীরা। গতকাল সকালে শিক্ষক পদে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় বাদ পড়া প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানান তারা। দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রার্থী কামাল হোসেন বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী প্রার্থীরা নির্বাচিত হননি। আমরা নিয়োগের দাবি জানাই।

কর্মসূচিতে সাজ্জাদ হোসেন, পার্থ প্রতিম মিস্ত্রিসহ অন্যরা অংশ নেন।

 তারা বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা থাকার কথা থাকলেও সেখানে কোনো প্রতিবন্ধী কোটা রাখা হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি শিক্ষক নিয়োগে এক শতাংশ কোটাও বরাদ্দ থাকত, তাহলে হয়তো কোনো প্রতিবন্ধী ব্যক্তি বাদ পড়তেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর