শিরোনাম
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ২০ কোটি টাকার তহবিল গঠন ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে স্বীকৃত আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ক্ষেত্রে গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে শিক্ষক ও গবেষকদের প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতে ২০ কোটি টাকার একটি তহবিলও গঠন করা হয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২১-২২ অর্থবছরে বিজনেস স্টাডিজ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উপশাখায় গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের গতকাল এ তথ্য জানান। কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন (রিসাপা) ডিভিশন এ কর্মশালার আয়োজন করে। রিসাপার পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, প্রফেসর ড. এস এম কবির ও উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর