বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নতুন ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিপুল সংখ্যক মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসার জন্য নতুন ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই ওয়েবসাইটের লিংক- https://finlit.bb.org.bd। বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইটের পাশাপাশি এ ওয়েবসাইটটি সাবলীল ও সহজ ভাষায় আর্থিক বিভিন্ন লেখা, ভিডিও প্রচার করবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সাধারণ ব্যাংকিং, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার ব্যবহার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, স্কুল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, নারী উদ্যোক্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আর্থিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে তথ্য পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে দেশে আর্থিক স্বাক্ষরতা ও আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়বে। এখান থেকে দেশের আপামর জনগণ আর্থিক খাতের সুফল পরিপূর্ণভাবে ভোগ করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর